1. Study in World Recognized University
2. Most of the Universities Rank about in 100
3. 100+ Programmes in Bachelor and Masters.
4. Less Tuition Fees from USA & Australia.
5. Huge Part-time job opportunity
6. Multicultural Country
7. Scholarship opportunity for brilliant students
8. Safe and peaceful life
9. Excellent Health Care. Apply Now
For Diploma : IELTS- 5.5 (Without IELTS you need to do a fundamental course for 12 months which will cost at least 3.6 lac taka)
For Bachelor : IELTS- 6.0 (Without IELTS you need to do a fundamental course for 6 months which will cost 3.6 lac taka)
For Master’s : IELTS -6.5
We are authorized representative of more than 300 Universities & Colleges in USA & Canada.
Quick Admission and Visa process.
We do not charge any hidden costs. All services are free of cost.
One and One visa interview preparation.
High Visa Success Rate.
We are the Authorized Representative for student Recruitment in Bangladesh.
1. Copy of Passport
2. Photo
3. SSC, HSC & Bachelor Certificate & Transcript
4. IELTS Certificate (if have)
5. Medium of Instruction Certificate (for Masters)
6. Two Recommendation Letter (for Masters)
7. Motivation Latter (.docx file)
8. CV (.docx file)
If you interested to Study in Canada: Apply Now
কানাডার স্টুডেন্ট ভিসার জন্য মূলত: প্রথমত একজন স্টুডেন্টকে তার সিদ্ধান্তকে স্থির করতে হবে। এবং অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। প্রতিটি ধাপ ও প্রয়োজনীয় তথ্য নিচে উল্লেখ করা হল।
প্রয়োজনীয় কাগজপত্র: স্টুডেন্টের জন্য:
১। সমস্ত প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ও মার্কশীট । আপনি যদি আন্ডারগ্র্যাজুয়েট করতে চান, তাহলে SSC ও HSC এর সার্টিফিকেট এবং মার্কশীট প্রয়োজন। SSC ও HSC কে কানাডায় মূলত: গ্রেড ১০ ও ১২ ধরা যহয়। আবার আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট করতে চান, তাহলে আপনার গ্রেড ১০ ও ১২ সহ আপনার আন্ডারগ্র্যাজুয়েটের সার্টিফিকেট ও মার্কশীট প্রয়োজন। অর্থাৎ আপনি যে লেভেল এ পড়াশোনা করতে চান, তার পূর্বের আপনার সকল প্রাতিষ্ঠানিক কাগজপত্র প্রয়োজন।
২। জন্ম সনদ / ন্যাশনাল আইডি কার্ড (NID)
৩। পাসপোর্ট
৪। দুই কপি সাম্প্রতিক রঙিন ছবি।
৫। অ্যাকাডেমিক IELTS স্কোর। তবে হ্যাঁ, আপনি IELTS ছাড়া কানাডা যেতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই আণ্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম হতে হবে Foundation Program দিয়ে।
৬। ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট। কমপক্ষে ৪০ লক্ষ টাকার একটি স্টেটমেন্ট। ব্যাংক একাউন্ট পিতার নামে থাকাই শ্রেয় এবং কমপক্ষে ৩ মাসের FDR সেভিংস হতে হবে ।
অভিভাবকের জন্য:
১। ন্যাশনাল আইডি কার্ড (NID): পিতা ও মাতা উভয়ের ।
২। ট্যাক্স অথবা টিন সার্টিফিকেট ।
৩। সকল সম্পদের দলিলের ফটোকপি। প্রশ্ন আসতে পারে এটা কেন লাগবে? এটা আপনার আর্থিক স্বচ্ছলতার একটা ধারনা দেওয়া অর্থাৎ ভবিষ্যতে কানাডা যাবার পর আপনি আর্থিকভাবে যেকোন সমস্যার সমাধান নিজেই করতে পারবেন এটা বলে দেওয়া। বিঃদ্রঃ উপরিউক্ত সকল কাগজপত্র অবশ্যই ইংরেজিতে অনুবাদ ও নোটারি করে নিতে হবে।
প্রসেসিং:
১। প্রথমত আপনাকে Designated Learning Institutions (DLI) যুক্ত কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে ‘লেটার অফ এক্সপটেন্স’ বা ‘অফার লেটার’ নিতে হবে। কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ‘এডমিশন’ অপশনে গিয়ে অ্যাপ্লাই এ ক্লিক করেই জেনে নিতে পারবেন রিকুয়ারমেন্ট ও অন্যান্য তথ্য।
২। কলেজ বা ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর Immigration, Refugees & Citizenship Canada (IRCC) তে একাউন্ট খুলে অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট আউটসাইড কানাডা 5269 ফরম -এর সকল চেকলিস্ট পূরণ করুন। আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তাহলে চেকিলিস্ট ডাউনলোড করে ডকুমেন্ট পূরণ করে আপ্লিকেশন ফরমে আপলোড করতে হবে। উক্ত লিংকে প্রবেশ করলে অ্যাপ্লাই অনলাইন ও অ্যাপ্লাই পেপার অপশন পাওয়া যাবে। আর পেপারে অ্যাপ্লিকেশন করলে চেকলিস্ট ডকুমেন্টস ডাউনলোড দিয়ে পূরণ করে প্রিন্ট আউট করে প্রয়োজনীয় কাগজপত্রে দেওয়া সকল কাগজপত্র নিয়ে VFS Global -এর ওয়েবসাইটে গিয়ে (Click this link) এপয়েনমেন্ট বুক করে Dhaka, Chitagong, Sylhet এর যে কোন শাখায় আপনি বাই পেপার এর মাধ্যমে স্টাডি পারমিটের আবেদন করতে পারেন। প্রসেসিং টাইম আনুমানিক এক থেকে দেড় মাস লাগতে পারে। অ্যাপ্লিকেশনের পর কানাডা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে পরবর্তী নির্দেশনা আপনার ইমেইলে জানাবে। ভিসা হয়ে গেলে আপনাকে কলেজ বা ইউনিভার্সিটির নির্ধারিত টিউশন ফিস প্রদান করতে হবে। তবে বেশির ভাগ সময় ভিসার আগেই টিউশন ফী দিয়ে দিতে হয়। টিউশন ফিস দেওয়ার নিয়ম ও টিউশন ফিস এর তথ্য আপনি আপনার অফার লেটারে পেয়ে যাবেন।
এখন আসি কানাডায় আসার পর কিভাবে কি করতে হবে:
আপনাকে এক বছর বা তার বেশি সময়ের ভিসা ও স্টাডি পারমিট দিবে কানাডা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান, তাহলে আপনি সপ্তাহে ২০ ঘণ্টার কাজ করার অনুমতি পাবেন যাতে আপনার থাকা খাওয়া ও অন্যান্য আনুসাঙ্গিক খরচ মিটে যাবে।কানাডায় কাজ করে টিউশন ফিস আপনি ম্যানেজ করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশ থেকে IELTS দিয়ে আসেন অর্থাৎ আপনি মেজর কোন প্রোগ্রামে ভর্তি হয়ে আসলে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আর মেজর প্রোগ্রাম না থাকলে অর্থাৎ আপনার ইংলিশ লার্নিং ইন্সটিটিউট কোর্স থাকলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। তবে আপনি ক্লাস শুরু করে দিলে পরবর্তীতে অ্যাপ্লাই করলে সাধারণত ওয়ার্ক পারমিট দিয়ে দেয়।
খুব গুরুত্বপূর্ন একটা বিষয় যা অনেকের মনে প্রশ্ন। একজন স্টুডেন্ট কী সেমিস্টার গ্যাপ বা বিরতি নিতে পারে?
উত্তরটা খুইব গুরুত্বপূর্ন। একাডেমিক ইয়ারগুলো হলো: উইন্টার, সামার/স্প্রিং এবং ফল। এদের মধ্যে সামার আপনি গ্যাপ দিতে পারবেন। কিন্তু আপনাকে কানাডায় আসার পরে আপনার প্রথম দুইটা সেমিস্টার অবশ্যই করতে হবে। আর আপনি যদি কানাডায় ঢোকার পরে ক্লাস না করেন অর্থাৎ, ভ্যালিড কোন কারণ ছাড়া কোন ছাত্র ৯০ দিনের বেশি কলেজ বা ইউনিভার্সিটির বাইরে থাকলে সে কানাডায় অবৈধ হয়ে যাবে। অর্থাৎ, আপনাকে দেশে ফিরে যেতে হবে।
কলেজ বা ইউনিভার্সিটি পরিবর্তন:
মাঝে মাঝে স্টুডেন্টরা কলেজ বা ইউনিভার্সিটি পরিবর্তন করেন। উন্নত শহর বা ভাল আয় করার সুযোগ অথবা আত্মীয় স্বজনের কাছাকাছি যাওয়ার জন্যে এই পরিবর্তন করে থাকেন। এক্ষত্রে আপনি চাইলে পরবর্তীতে আপনার কলেজ/ ইনস্টিটিউশন পরিবর্তন করতে পারবেন। যদি কোন স্টুডেন্ট কলেজ বা ইউনিভার্সিটি পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে তাকে কানাডায় ভর্তি হয়ে যাওয়া কলেজ বা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এডভাইসরের সঙ্গে আলোচনা করতে হবে। ভর্তিকৃত প্রতিষ্ঠানে ভর্তি থাকা অবস্থায় আপনাকে অন্য কোন Designated Learning Institutions (DLI) যুক্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অর্থাৎ নতুন ইন্সটিটিউশন থেকে লেটার অফ এক্সেপটেন্স বা অফার লেটার নিতে হবে। নতুন প্রতিষ্ঠানে ইনরল অর্থাৎ ক্লাস শুরুর পরে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) একাউন্ট থেকে পরিবর্তন করতে হবে।
স্টাডি পারমিট এক্সটেনশন ও ভিসা রিনিও করা:
আপনার ভিসা শেষ হওয়ার আগেই আপনাকে অবশ্যই ভিসা নবায়ন করা এবং স্টাডি পারমিট নবায়ন করতে হবে। এই ক্ষেত্রে প্রথমেই আপনাকে স্টাডি পারমিট নবায়ন করতে হবে। স্টাডি পারমিট নবায়ন হয়ে গেলে আপনাকে ভিসা নবায়ন করতে হবে। প্রথমেই বলি স্টাডি পারমিট নবায়ন করার নিয়মে:
স্টাডি পারমিট নবায়ন করতে আপনাকে নিম্নোক্ত কিছু কাগজপত্রের উপর খুব মনোযোগী হতে হবে:
১। এনরোলমেন্ট লেটার। অর্থাৎ আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন সেখান থেকে প্রাপ্ত লেটারকে বলা হয় এনরোলমেন্ট লেটার। কানাডায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল এডমিশন সেন্টারের কোন এডভাইসর আপনাকে দিতে পারবে। অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও পেয়ে যেতে পারেন।
২। প্রুফ অফ ফান্ড অর্থাৎ আপনার স্টুডেন্ট একাউন্টে কমপক্ষে ৩০০০ কানাডিয়ান ডলার থাকা আবশ্যক
৩। সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪। পাসপোর্ট ও স্টাডি পারমিটের ফটোকপি
৫। টাইম টেবিল অর্থাৎ আপনার ক্লাস রুটিন
৬। এপ্লিকেশন ফিস ১৫০ কানাডিয়ান ডলার উপরিউক্ত সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) একাউন্টে এপ্লিকেশন করতে হবে। আপনি পেপারেও করতে পারেন এবং অনলাইনেও আবেদন করতে পারেন। আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তাহলে চেকিলিস্ট ডাউনলোড করে ডকুমেন্ট পূরণ করে অ্যাপ্লিকেশন ফরম আপলোড করতে হবে।
ভিসা ও স্টাডি পারমিট খুবই সহজ পদ্ধতি । আপনি যদি একাডেমিক কোন ইয়ার লস না করে থাকলে খুব সহজেই আপনি এটা করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে আমাদের মেইল করুনঃ info@sic.com.bd
অথবা Whatsapp করুনঃ +88 019888-90099