জেনে নিন ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম

blank
Khao Sok National Park
October 7, 2020
blank
কিভাবে সহজেই ইন্ডিয়ান জরুরি মেডিকেল ভিসা পাবেন
October 7, 2020
Show all

জেনে নিন ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম

blank

💢 জেনে নিন ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম:

❐ ভিসার ক্যাটাগরীঃ ট্যুরিস্ট । মেডিকেল । বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।

❐ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা ভ্রমন করতে পারবেন না।

❐ ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে। এর পূর্বের রির্পোটে ভ্রমন করা যাবে না। অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।

❐ যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে আবেদন করার পূর্বে এম্বাসি হতে অনুমতি নিতে হবে।

❐ অনুমতির জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন visahelp.dhaka@mea.gov.in এই ই-মেইলে।

❐ অনুমতি প্রাপ্তির পর যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন।

💢 অন্যান্য তথ্য: ভারতের ডমেস্টিক ফ্লাইট পুরোদমে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কবে চালু হবে সেটা ২৭/২৮ আগষ্ট এ জানা যেতে পারে।

❐ এখন বিশেষ ভাবে মাত্র ২৩০ টি ট্রেন চালু আছে এবং বাকি ৭৫০০+ ট্রেন আপাতত বন্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *