সাইরু হিল রিসোর্ট

blank
দেবতাখুম
October 26, 2020
blank
লামা
October 28, 2020
Show all

সাইরু হিল রিসোর্ট

blank

সৌন্দর্যের দিক থেকে প্রথম সারিতে থাকা একটি অনিন্দ্য সুন্দর আর মনোরম রিসোর্ট – সাইরু হিল রিসোর্ট। বান্দরবান শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। সাইরু রিসোর্ট সম্ভবত বান্দরবানের সবচেয়ে এক্সপেন্সিভ রিসোর্ট। তবে অসম্ভব রকম সুন্দর একটা জায়গা সাইরু। এটি দেখে মনপ্রাণ জুড়োবে বেরসিক মানুষেরও। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একইসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয়। কোনও এক প্রেমপিয়াসী পাহাড়ি কন্যার নাম থেকেই নাকি এই রিসোর্ট (Sairu Hill Resort) এর নামকরণ

কখন যাবেন
শরৎকাল হলো সাইরু ভ্রমণের জন্যে সবচেয়ে ভালো সময়। কিন্তু যারা মেঘ ভালোবাসেন তাদের জন্যে বর্ষাকাল হতে পারে সেরা সময়।

কিভাবে যাবেন
ঢাকা থেকে বান্দরবানের বাসে সরাসরি বান্দরবান বাসস্ট্যান্ড। বান্দরবান থেকে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে সাইরু হিল রিসোর্ট। তাই বাসস্ট্যান্ড থেকে চান্দের গাড়ি কিংবা সিএনজি করে যাওয়া যেতে পারে।

যোগাযোগ
ই-মেইলঃ info@sairuresort.com ঢাকা অফিস এর ফোন নাম্বার +8801531-411111, +8801531-422222 বান্দরবান অফিসের ফোন নাম্বার – +8801531-433333 ম্যানেজার এর ফোন নাম্বার – +8801531-477777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *