সমুদ্র থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিট উপরে অবস্থিত খোনোমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে মোটামুটি ২০ কিলোমিটার দূরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ না-হয়ে উপায় নেই। এই গ্রামকে এশিয়ার প্রথম সবুজ গ্রাম (The First Green Village in Asia) হিসেবে ঘোষণা করা হয়েছে। ৭০০ বছরের এই গ্রামে আঙ্গামি উপজাতির বাস। আঙ্গামির পুরুষরা তাঁদের সাহস এবং মার্শাল আর্টস-এ পারদর্শিতার জন্য বিখ্যাত। এহেন গ্রামে শিকার করা নিষিদ্ধ! প্রাচীনকালে খোনোমা গ্রামের স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীরা গ্রামে ইংরেজদের নিয়মিত আক্রমণের হাত থেকে তাদের প্রতিবেশী গ্রামগুলিকে সুরক্ষিত করার জন্য দরজা নির্মাণ করেছিলেন। খোনোমা গেট নাগাল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। খোনোমা গেট এই অঞ্চলের নাগা উপজাতিদের গ্রামে ব্রিটিশদের অনুপ্রবেশের কাহিনীকে তুলে ধরে।
খোনোমা গ্রাম পুরোটাই পাহাড়ের উপরে। নীচে দুই পাহাড়ের মাঝের উপত্যকায় রাইস ট্যারাস (পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা ধানক্ষেত), নামার জন্যে পাথর বাধানো সিড়ি আছে। গ্রামের উলটা পাশে আছে জঙ্গল, যেটা ট্রাগোপান নামক স্পেশাল একটা পাখির জন্যে বিখ্যাত। এই জঙ্গলকে ট্রাগোপান সেংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিবেষ্টিত খোনোমা গ্রাম বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে, যারা এই স্থানের চিত্তাকর্ষক দৃশ্য দ্বারা বিমুগ্ধ এবং পুলকিত হয়ে ওঠেন। এই অঞ্চলের প্রাচুর্যময় সবুজ মাঠ এবং স্বাস্থ্যপ্রদ আবহাওয়া দৈনিক জীবনের গতানুগতিক চাপ ও ব্যস্ততা থেকে পর্যটকদের মুক্তি দেয়। খোনোমা গেট বিদেশী অনুপ্রবেশকারীদের হাত থেকে তাদের জীবন ও সম্পত্তি সংরক্ষণের জন্য স্থানীয় নাগরিকদের
শক্তিশালী প্রচেষ্টার এক প্রতীক। ক্ষুদ্র গ্রাম খোনোমা বিশটি ভিন্নধর্মী ধান উৎপাদনের জন্য বিখ্যাত যা নাগাল্যান্ডের স্থানীয় আদিবাসী বাসিন্দাদের প্রচলিত খাদ্য।
কিভাবে যাবেন
খোনোমা (Khonoma) যেতে হলে প্রথমেই আপনাকে নাগাল্যান্ড যেতে হবে আর নাগাল্যান্ড এর রাজধানী কোহিমা থেকে যেহেতু এটা কাছে তাই কোহিমাকেই আপনি আপনার গন্তব্য নির্ধারন করে নিন। কোহিমা থেকে ট্যাক্সি যোগে আপনি খোনোমা যেতে পারবেন।
নাগাল্যান্ড আপনি শিলং থেকেও যেতে পারেন আবার গুয়াহাটি থেকেও যেতে পারেন। শিলং থেকে নাগাল্যান্ড যাওয়া যায় দুইভাবে। সরাসরি বাস সার্ভিস আছে শিলং থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পর্যন্ত। ভাড়া জনপ্রতি ৭০০ রুপি। আবার ৭ সিটের ইনোভা গাড়ীতেও যেতে পারেন। জনপ্রতি ১২০০ রুপি।
এছাড়াও গুয়াহাটি থেকেও নাগাল্যান্ড যাওয়া যায়। গুয়াহাটি থেকে নাগাল্যান্ড এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন ডিমাপুর। নাগাল্যান্ড এক্সপ্রেস প্রতিদিন রাত ১১.৩৫ মিনিটে ছাড়ে। ভাড়া ১৫০-৮৫০ পর্যন্ত। ভোর ৫টায় ট্রেন আপনাকে ডিমাপুর নামিয়ে দেবে। ডিমাপুর থেকে ট্যাক্সি করে কোহিমা। ভাড়া জনপ্রতি ৪০০-৫০০ রুপি। ৪ ঘণ্টার মতো লাগবে কোহিমা পৌঁছাতে। রাস্তা খুবই বাজে।
WhatsApp us