নকশিপল্লী রেস্তোরাঁ (Nokshi Polli) ঢাকার পূর্বাচলে অবস্থিত। যারা ঢাকার মধ্যেই যানজট থেকে দূরে গিয়ে একটু শান্তির আভাস পেতে চান তাদের জন্য একটা ভাল জায়গা হতে পারে পূর্বাচলের বালু ব্রিজের পাশের এই সুন্দর এলাকা। এখানে মোটামুটি অনেক খাওয়ার হোটেল, রেস্তোরা আছে কিন্তু একটু ভিন্ন ধাচের একটা রেস্তোরা হল নকশিপল্লী। আপনি এখানে নদীর পাশে বসে কিছুটা সুন্দর সময় কাটাতে পারেন, ইচ্ছে করলে বোটে ঘুরতে পারেন, এমনকি ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন। আর আশে পাশে হাটার অনেক জায়গা
আছে। চারপাশের কাশফুলগুলো যখন এক দল বেধে উড়ে আসবে তখন পরিবেশ হবে আরো মনোমুগ্ধকর।
নকশিপল্লী কোথায় অবস্থিত
ঢাকার পূর্বাচল, সেক্টর -০১, রোড-৪০২, প্লট-০৬, গুদারা ঘাট,পূর্বাচল বালু নদীর পাশে।
যাওয়ার উপায়
ঢাকার যেকোনো জায়গা থেকে আগে আপনাকে ৩০০ ফুটে যেতে হবে। ৩০০ ফুট থেকে পূর্বাচল যাওয়ার পথে ২টা ব্রিজ পড়বে। প্রথমে পড়বে বোয়ালিয়া ব্রিজ তারপরে পড়বে বালু ব্রিজ। বালু ব্রিজ পার হয় ডানে মোড় নিতে হবে, ওখানে দেখবেন লেখা আছে ভোলানাথপুর কবরস্থান। ৩০০ ফুটে গিয়ে ওখান থেকে অটোতে আপনাকে যেতে হবে বালু ব্রিজ। প্রতিজনের অটো ভাড়া পড়বে ৩০ টাকা। অটো থেকে নেমে ভিতরে কিছুদূর হাটলেই পেয়ে যাবেন নকশিপল্লী।
WhatsApp us