বাকলাই ঝর্ণা

blank
শীলবান্ধা ঝর্ণা
October 26, 2020
blank
লিখ্যিয়াং ঝর্ণা
October 26, 2020
Show all

বাকলাই ঝর্ণা

blank

বাকলাই ঝর্ণা (Baktlai Jhorna ) যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা। বাক্তলাই ঝর্ণার উচ্চতা প্রায় ৩৯০ ফুট এবং এটি বান্দরবানের বাকলাই গ্রামে অবস্থিত একটি ঝর্ণা। নিরাপত্তাজনিত কারনে প্রশাসন ২০১৫ সাল থেকে এই রুটটিও বন্ধ রেখেছে। প্রায় ৩৯০ (+/-১০) ফুট উচুঁ পাহাড়ের খাঁজ বেয়ে তীব্র জলধারা যখন নিচের পাথর গুলোতে আঁছড়ে পড়ে, তার তীব্র বেগ, গুম গুম করা আওয়াজ আর চারপাশের বুনো পরিবেশ এক অন্য রকম ইনফেরিওরিটির জন্ম দেয়।

GPS Coordinate:
Latitude: N21 52 05.8
Longitude: E92 31 04.2

লিলুক/লাংলুক ঝর্ণার উচ্চতা আর বাক্লাই/বাক্তলাই ঝর্ণার উচ্চতা নিয়ে দ্বন্দ্ব থাকায় কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতোবিরোধ রয়েছে। তবে সৌন্দর্যের দিক থেকে লিলুক/লাংলুক ঝর্ণা থেকে বাক্তলাই ঝর্ণা অনেক অনেক এগিয়ে।

বাক্লাই ঝর্ণাটি দেখতে চাইলে আপনাকে হাতে পাঁচ থেকে সাতদিন রাখতে হবে আর থানর্চি যান তিন থেকে চার দিন সময় দিতে হবে। তবে আপনি কতটা হাঁটতে পারেন তাঁর উপর নির্ভর করছে এখানে আসতে কতদিন লাগতে পারে। থানচি দিয়ে ৪৫ কিঃ এবং রুমা দিয়ে ১১০ কিঃ উভয় দিক থেকে আপনি এই ঝর্ণাটি দেখতে আসতে পারবেন ৷ রুমা দিয়ে কেওক্রাডং থেকে তাজিংডং এর পথে বাকলাই গ্রাম। গ্রামটি ট্রেকারদের সুপরিচিত আশ্রয়/ক্যাম্পিং স্পট হিসেবে সুপরিচিত। এখানে একটি সেনা ক্যাম্প আছে। বাকলাই পাড়া থেকে এক ঘণ্টা হাঁটা পথ পরে বাকলাই জলপ্রপাত অবস্থিত।

কিভাবে যাবেন
বাকলাই ঝর্ণা থানচিতে অবস্থিত হওয়ায় আপনাকে প্রথমেই বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বান্দরবানে বাস চলাচল করে। আপনার সুবিধার্থে ঢাকা থেকে বান্দরবানে চলাচলকারী বাসের ভাড়া সম্পর্কে ধারনা প্রদান করা হলো। নন এসি বাসে ভ্রমন করলে ঢাকা থেকে বান্দরবানে যেতে খরচ হবে প্রায় ৬২০/- টাকা। এসব বাস সাধারণত রাতের বেলা ছেড়ে যায় তবে অন্য সময়েও বাস ছাড়তে পারে। ঢাকা থেকে সড়কপথে বান্দরবানে যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগবে।

বান্দরবান থেকে বাস অথবা চান্দের গাড়িতে করে প্রায় সাড়ে চার ঘণ্টায় প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌছাতে পারবেন। থানচি বাজার থেকে বাকলাই ঝর্ণায় যেতে ৮-১০ ঘন্টা সময় লাগবে। ট্রেকিং এর পথটাও অনেক সুন্দর, উঁচু নিচু পাহাড় আর ঝিরিপথ পাড়ি দিয়ে এখানে পৌছুতে হয়! এসময় আপনাকে বেশকিছু পাড়া অতিক্রম করতে হবে যেমনঃ টুটংপাড়া, বোর্ডিং হেডম্যানপাড়া, কাইতনপাড়া ইত্যাদি। ঝর্ণার উপরে উঠতে চাইলে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগবে।

থাকা-খাওয়া
পাহাড়িদের ঘরেই থাকা খাওয়া! প্রতিবেলা ১০০-১৫০ টাকায় খাওয়া যায়। পাহাড়ি মুরগি গিয়ে ভাত খেতে ২০০ টাকার মত লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *