রংবুল

blank
কালাভান্তিন দূর্গ
October 15, 2020
blank
মান্ডি
October 17, 2020
Show all

রংবুল

blank

রংবুল (Rangbull) গ্রামটি দার্জিলিং এর ঘুম থেকে মাত্র পাঁচ কিমি নিচে, চা বাগানের সবুজ গালিচায় মোড়া এক ছোট্ট গ্রাম। কোন এক শহুরে জীবনে ক্লান্ত মন যখন একটুকরো শান্তি খুঁজে বেড়ায়, নিরিবিলিতে কাটিয়ে দিতে চায় কিছুটা সময় প্রিয়জনের সাথে, সেই মনের নতুন ঠিকানা হতে পারে রংবুল। সাইটসিংয়ের লম্বা লিস্ট, বেড়াতে গিয়ে শপিং এর বাইরে যারা একেবারে প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে চান তাদের জন্যই বোধহয় রংবুল। সকালের ঘুম ভাঙানো চা থেকে রাতের ডিনার অবধি শুধু নিঃস্তব্ধ প্রকৃতি, শুধু সবুজ আর নীল আকাশে মেঘেদের আনাগোনা। দার্জিলিং থেকে ১৫ কিমি দূরে চা বাগানের মধ্যে সুসজ্জিত এই রিসর্ট, আতিশয্য নয় আন্তরিকতাই এদের মূলধন। এমন এক রিসর্টে আপনার কাটানো প্রতিটা মুহূর্ত হয়ে উঠতে পারে গোল্ডেন মেমোরিস। ভোরের বেলা পাখির ডাকের সাথে একা হেঁটে চলা এই হ্যামলেটের রাস্তায় কিম্বা হারিয়ে যাওয়া কোন চা বাগানের সবুজের মাঝে। এছাড়া যারা পাখি ভালোবাসেন তারা বালাসুন নদীর ধারে দেখা পেয়ে যাবেন নানা প্রাজাতির পাখির। তাই দুদিনের ছুটিতে এবার ডেস্টিনেশন হোক রংবুল।

ভ্রমণের সেরা
সময় রংবুল সারা বছর যাওয়া যায়। তবে বর্ষায় চা গাছের নতুন কচি সবুজ পাতা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে।
কাছাকাছি ঘোরার জায়গা
আশেপাশে দেখার জায়গা অনেক। যারা ট্রেক করতে ভালোবাসেন পায়ে হেঁটে ঘুরে আসুন ইন্দ্রানী ফলস। দার্জিলিং, ঘুম, কার্শিয়াং সব ঘুরে আসা যায়। এছাড়া বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, জু, হ্যাপি ভ্যালি টি এস্টেট সব একদিনে ঘোরা যায়। টাইগার হিলের দূরত্ব ১০ কিমি একদিনের সাইটসিন বাবদ আনুমানিক গাড়ী ভাড়া ৩০০০-৩৫০০/- টাকা। দার্জিলিং থেকে গাড়ী ভাড়া- ১৫০০/- টাকা।
কিভাবে যাবেন
নিউ জলপাইগুড়ি থেকে রংবুল এর দূরত্ব ৫২ কিমি, গাড়ী ভাড়া পড়বে ৩৫০০-৪০০০ বড় গাড়ী (আনুমানিক)।
কোথায় থাকবেন
রংবুল রিট্রিট (Rangbull Retreat) রিসর্টটিতে তিন রকমের কটেজ আছে। ডিলাক্স কটেজ (ডাবল অকুপেন্সি)- ১৮০০/- সুপার ডিলাক্স কটেজ (ডাবল অকুপেন্সি)- ২৫০০/- ফ্যামিলি ডুপ্লেক্স (৪ জনের জন্য)- ৩৫০০/- এই ভাড়া প্রতিদিনের জন্য। খাবার আলাকাটে বেসিসে পাওয়া যায়। ফুড প্যাকেজ সমস্ত মিল সহ- ৬০০/- টাকা জন প্রতি প্রতিদিন। এছাড়াও আছে রেইনবো ভ্যালী রিসোর্ট (Rainbow Valley Resort)। এই রিসোর্টে ডুপলেক্স কটেজ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *