দ্বিতীয় দিন আপনি এভাবে টুর প্ল্যান করতে পারেনঃ জইন্তাপুর থেকে জাফলং ঘুরে তারপর তামাবিল জিরো পয়েন্ট ঘুরে আসতে পারেন।
হোটেল থেকে বের হয়ে সকাল সকাল নাস্তা করে জাফলং এর জন্য রউনা করবেন। লোকাল বাসে আসতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা। ভাড়া নিবে ১০০টাকা। সিএনজি রিজার্ভ করলে নিবে প্রায় ৫০০-৭০০টাকা যদি সরাসরি যান। বাসে গেলে জইন্তাপুর থামতে পারবেন না। তাই সিএনজি রিজার্ভ করলে আপনি যেখানে ইচ্ছা সেখানেই থামতে পারেন। রিজার্ভ করার সময় অবশ্যই সময় বলে নিবেন নইলে সিএনজি ওয়ালাও কোথাও থামতে চাইবে না। সে ক্ষেত্রে যাওয়া আসায় আপনার কাছে ২০০০ টাকা চেয়ে বসতে পারে। ১০০০ টাকা যথেষ্ট। কোথায় কোথায় যাবেন, কতক্ষণ সময় থাকবেন সেটা সিএনজি ওয়ালাকে বলে নিবেন। যেমন, জইন্তাপুরে একটা রিসোর্ট আছে সবার জন্য উন্মুক্ত। সেখানে আধা ঘণ্টা ঘুরে নিতে পারেন। এরপর জাফলং এ ১ ঘন্টা ঘুরবেন। জাফলং থেকে তামাবিল জিরো পয়েন্ট আধা ঘন্টা ঘুরতে পারেন।
তাছাড়া জাফলং নেমেই সময় নষ্ট না করে খেয়া পাড় হয়ে যেতে পারেন। ৫-১০ টাকার মত নিবে। নদী পাড় হয়ে পুঞ্জির ভিতর দিয়ে হাঁটা শুরু করতেই দেখবেন খাশিয়াদের সুন্দর সাঁজানো ছবির মত গ্রাম আর পুঞ্জি। সোজা চলে গেলে একটু পরেই পুঞ্জির বাইরে একটা খোলা জায়গায় চলে আসবেন। এরপর পিয়াইন নদী ধরে আবার পূর্ব দিকে হাঁটা দিলেই পাবেন সেনগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণা টা পড়েছে ভারতে। এর ঠিক সামনেই আছে সেনগ্রামপুঞ্জি রেস্তোরা। দুপুরে এখানেই খেয়ে নিতে পারেন অথবা সময় থাকলে লালাখালের জন্য ক্ষিদে জমিয়ে রাখতে পারেন।
জৈন্তা রাজবাড়িঃ
জাফলং থেকে সারিঘাটে ফেরার পথে জৈন্তাপুর বাজারের কাছেই অবস্থিত রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে নিতে পারেন। সাথে সাইট্রাস গবেষনা কেন্দ্রের বাহারি সব টক জাতীয় ফলের বাগান ও দেখে আসতে পারেন।
লালাখালঃ
যদি রিজার্ভ সিএনজি নিয়ে থাকেন তাহলে লালাখাল ঘুরার প্ল্যান সামিল করে নিতে পারেন। আলাদা ৫০০ টাকা নিবে বেশি হলে। তা না হলে জৈন্তা থেকে লোকাল বাস/সিএনজি তে সারিঘাট যাবেন যদি খরচ বাচাতে চান। সারিঘাটে নেমে ইঞ্জিননৌকা নিয়ে যাওয়া যাবে লালাখাল। আপ-ডাউন ট্রিপে একটা নৌকা নিবে৩৫০-৫০০ টাকা। দুই ঘন্টার মত সময় লাগবে আসা-যাওয়ায়। লালাখালে ছোট একটি টি- এস্টেট আছে। আর একটা নাজিমগর রিসোর্টের রেস্তোরা (রিভারকুইন ০১৭৩৩৩৩৮৮৬৬/০১৭৩৩৩৩৫৫৬০) আছে। দুপুরের খাবার এখানে খেতে পারেন। এরপর সারি ঘাট থেকে আবার সিলেট শহরে ফিরে আসবেন।
ভাল লাগলে শেয়ার করুন।