মালয়েশিয়ার Langkawi অন্যতম সুন্দর একটি আইল্যান্ড। Malacca Strait এক প্রান্তে এই আইল্যান্ড অবস্থিত। ভ্রমণের জন্য ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে প্রতি বছর লাখ লাখ টুরিস্ট এই আইল্যান্ডে ঘুরতে চলে আসে। মনমুগ্ধকর এই সুন্দর আয়ারল্যান্ডে সবচেয়ে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে স্কাই ব্রিজ, বনভূমি, পাহাড়, রোমান্টিক সাদা-বালির সমুদ্র সৈকত এবং স্ফটিক-পরিষ্কার জলরাশী। তাই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি অন্যতম আকর্ষণ একটি জায়গা। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে Langkawi প্রতিদিন 6/7 ফ্লাইট থাকে। আপনি যদি মালয়েশিয়া কুয়ালালামপুর ঘুরতে যান তাহলে অবশ্যই দুইদিন সময় করে Langkawi ঘুরে আসতে পারেন।
ভ্রমনের বিষয়ে লিখেছেন Arefin Sajib
যদি আপনি মালয়েশিয়াতে তিন থেকে চার দিনের ভ্রমণে যেতে চান তাহলে মালয়েশিয়ার কুয়ালালামপুর ভালোভাবে করে দেখতে পারেন। আর যদি আপনি এক সপ্তাহের সময় নিয়ে ঘুরতে যেতে চান তাহলে আপনি Langkawi ঘুরে আসতে পারেন। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে Langkawi আইল্যান্ড অবস্থিত। আপনি আপনার সুবিধামতো ফ্লাইট ধরে Langkawi তে পৌঁছে যেতে পারেন যেকোনো সময়। যেতে ১ ঘন্টা লাগবে। তবে চেষ্টা করবেন সকালের ফ্লাইটে নিতে তাহলে সকালের ফ্লাইটে Langkawi ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলে আপনি সেখান থেকে সকালে হোটেলে চেকিং করে আইল্যান্ড ঘুরতে বের হয়ে যেতে পারেন।
langkawi তে দুইটা স্থান রয়েছে যেখানে ট্যুরিস্টরা বেশি ঘুরতে যায়। একটি হলো Kuah এবং আরেকটি হলো Pantai Chenag। Pantai Chenag অনেক বেশি পপুলার। বেশিরভাগ টুরিস্ট তাই Pantai Chenag এ অবস্থান করে এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চায় কারণ Pantai Chenag এ ডিউটি ফ্রি অনেক শপিংমল আছে। এখানে আপনি অনেক বিদেশী পণ্য সস্তায় পাবেন। এখানে মালয়েশিয়া সরকার এখনও টেক্স ধরছেনা পন্যের উপরে।
আপনি যদি Pantai Chenag এ থাকতে চান তাহলে langkawi ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে Pantai Chenag মাত্র 11 কিলোমিটার। আপনি সহজেই GRAB কল করে যেতে পারেন। খরচ হবে 20 RM এর মত । ১RM = ২০ টাকা
অনলাইনে হোটেল আগে থেকে বুকিং করে রাখতে পারেন অথবা সেখানে গিয়ে আপনি হোটেল খুঁজতে পারেন। হোটেল সবসময় এভেইলেবল। ১০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত বিভিন্ন মানের হোটেল আছে সেখানে। সবগুলো হোটেল সেইফ এবং সুন্দর তবে বিচের পাশে হোটেল গুলো একটু কস্টলি। দেখা যায় 2 night থাকতে গেলে আপনার 50 ডলারের মতো মিনিমাম খরচ হবে। AB Motel বিচের সাথে, সবচেয়ে ভাল। ২ নাইট ৫০ ডলার পরবে।
প্রথম দিন আপনি বিচের আশেপাশে ঘুরে দেখতে পারেন। বিভিন্ন শপিং মল ঘুরে দেখতে পারেন। চাইলে আপনি Kuah ঘুরে আসতে পারেন একটি GRAB/UBER কল দিয়ে। Pantai Chenag থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। আপনার 50RM এর মতো ট্যাক্সি ভাড়া খরচ হবে যেতে। দ্বিতীয় দিনটা রাখবেন লাংকাউই স্কাইব্রিজ ঘুরার জন্য। বিকেল বেলা আপনি বিভিন্ন শপিংমলে ঘুরতে পারেন। সেখানে অনেক কিছু কেনাকাটার পাবেন। বিশেষ করে langkawi তে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চকলেট কারণ এখানে অনেক চকলেট ফ্যাক্টরি আছে। এশিয়ার সবচেয়ে বেশি চকলেট উৎপন্ন হয় মালয়েশিয়াতে। এজন্য মালয়েশিয়াতে চকলেটের গুণগতমান অনেক ভালো এবং দাম তুলনামূলকভাবে অনেক অনেক কম। বাসায় সবার জন্য বেশি বেশি চকলেট কিনে নিয়ে যাবেন। অন্য জিনিসও শপিং করতে পারেন। এখানে সব কিছুর দাম অনেক কম এবং ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তাছাড়া আপনি খাওয়া দাওয়ার জন্য পিজা হাট কেএফসি সহ বিভিন্ন রেস্টুরেন্ট পাবেন। বিচের উপর কিছু ভাল খাবারের দোকান আছে। দাম অনেক কম। 7/8 RM মানে ১৫০ টাকায় চিকেন ফ্রাইড রাইস পাওয়া যায়। এখানে স্ট্রিটফুড অনেক ভালো। চেষ্টা করবেন Chenag বিচের আশেপাশে হোটেল নিতে। তাহলে ঘুরে দেখার সব দর্শনীয় স্থান, শপিংমল হাতের কাছেই পাবেন। হেঁটে হেঁটে আপনি ঘুরে দেখতে পারবেন। অবশ্যই গুগল ম্যাপ সাথে রাখবেন যেন ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারেন সহজে ম্যাপ দেখে।
ভ্রমনের দ্বিতীয় দিন আপনি রওনা করবেন Langkawi Sky Bridge এর উদ্দেশে। Pantai Chenag থেকে Langkawi Sky Bridge ২০ কিলোমিটার দূরে। আপনার ভাড়া আসবে 45 থেকে 50 RM। Langkawi Sky Bridge সারাদিন ভ্রমণের জন্য একটি প্ল্যান রাখবেন কারণ এটি অনেক বিখ্যাত একটি বড় পার্ক এবং আপনি ক্যাবলকারে করে Langkawi Sky Bridge যাবেন। কেবল কারের ভাড়া 55 থেকে 60 জন প্রতি। Langkawi Sky Bridge সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজারের উপরে। এখানে আপনি খুব সহজে মেঘ ছুতে পাবেন এবং বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবেন। এছাড়া স্কাইব্রিজ একটি খুবই মনমুগ্ধকর একটি জায়গা। এশিয়ার মধ্যে মালয়েশিয়ার স্কাইব্রিজ ছাড়াও চায়নাতে স্কাইব্রিজ আছে। একটি অন্যরকম লোমহর্ষক অ্যাডভেঞ্চার যা খুবই ভালো লাগবে।