কিভাবে সহজেই ইন্ডিয়ান জরুরি মেডিকেল ভিসা পাবেন

blank
জেনে নিন ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম
October 7, 2020
blank
Yaowarat Road Thailand
October 8, 2020
Show all

কিভাবে সহজেই ইন্ডিয়ান জরুরি মেডিকেল ভিসা পাবেন

blank

#কিভাবে_ইন্ডিয়ান_জরুরি_মেডিকেল_ভিসা_পাবেন?

কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে মেইলের রিপ্লাই এর বিনিময়ে ট্রাভেল এজেন্সিরা ৫ /১০/১৫/২০ হাজার টাকা নিয়ে নিচ্ছে মানুষ থেকে!! আপনি যদি একটু তৎপর হন তাহলে নিজেই ইনশা আল্লাহ করতে পারবেন মেইল। তাই আমরা নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। আমাদের সব ডকুমেন্টস এবং ভিসা ফরম ও দিলাম যাতে দেখে দেখে সবাই পূরণ করতে পারেন ইনশা আল্লাহ।

প্রথম ধাপঃ মেইল করা হাইকমিশনে ১ দিন এর মধ্যে মেইলের রিপ্লাই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা যদি মোটামুটি ইংরেজি গুছিয়ে লিখতে পারেন তাহলে নিজে একটু বুঝে শুনে লিখে পাঠাবেন। ইনশা আল্লাহ কাজ হবে। নিম্নোক্ত মেইল গুলোতে পাঠাবেনঃ visahelp.dhaka@mea.gov.in

ahc.chittagong@mea.gov.in (এটাতেও পাঠাবেন যদি চট্টগ্রামের হন আপনি)

Mail Subject: Prayer for Emergency medical Visa for (my problem) repair surgery of right ankle In CMC Vellore.

Dear Sir, I visited CMC Vellore in February 2020 and they said I’ve (my problem) in my ankle for which (my problem) have been damaged. The doctor said It’s a major surgery and I’ve to take complete rest for 3-4 months. As I’m a law postgraduate, I had some academic and professional exams in March and April.That’s why, I was supposed to go to India for my surgery In 2 months later after finishing the exams. But I couldn’t go to India for Covid situation. The situation of right ankle is deteriorating day by day and the problem is getting bigger and bigger.I couldn’t walk and sleep for pain in my ankle.It’s my earnest request to you to give me emergency medical visa for my right ankle surgery to save my right ankle. It’s very emergency for me. CMC doctor has confirmed my surgery date on 29 September 2020 sending me surgery date confirmation letter with visa Invitation letter. I’ve 1 year valid Medical Visa which will expire in 2021 but has been suspended as taken earlier. I’ve attached the following documents:
1.Passport copy
2.Previous Visa copy
3.MRI reports of CMC Vellore
4.Surgery confirmation letter with visa invitation
5.Appointment letter
6.Hospital Number Card
Please sir reply as soon as possible to save my right ankle.

দ্বিতীয় ধাপঃ এম্বেসি থেকে মেইল পাবেন যদি তারা অনুমতি দেয়। তাদের মেইলে ৩ টা জিনিস থাকবে ১. কি কি কাগজপত্র লাগবে তা
২.ভিসা ফরম
৩.আন্ডারটেকিংস কাগজপত্র যোগাড় করে ভিসা ফরম এবং আন্ডারটেকিং ২ টা করে পূরণ করবেন।
একটি পেশেন্ট এর আরেকটি এটেন্ডেন্ট এর।

তৃতীয় ধাপঃ জমা দেওয়া সব কাগজপত্র পাসপোর্ট সহ নিয়ে যেদিন বলবে সেদিন বা ১-২ দিন এর ব্যবধানে আপনার সুবিধাজনক সময়ে জমা দিবেন ইনশা আল্লাহ। আপনি বা এটেন্ডেন্ট যে কোন একজন জমা দিতে পারবেন ইনশা আল্লাহ। তারা আপনাকে একটা টোকেন দিবে সেটা যত্ন সহকারে রাখবেন ইনশা আল্লাহ।

চতুর্থ ধাপঃ পাসপোর্ট সংগ্রহ করা ৬-৭ দিন পর আপনার মোবাইলে ম্যাসেজ আসবে। আপনি এম্বেসির প্রদত্ত টোকেন নিয়ে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন ইনশা আল্লাহ। আপনি বা এটেন্ডেন্ট যে কোন একজন পাসপোর্ট নিতে পারবেন ইনশা আল্লাহ।

1 Comment

  1. blank Ahmed Kabir says:

    Very helpful. Thanks a lot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *