(Jolshiri Central Park) জলশিরি সেন্ট্রাল পার্ক ঢাকা বিভাগের একটি পার্ক। এটি আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত। ঢাকার অদূরে পূর্বাচলে এটি অবস্থিত। পার্কটি ঘুরতে চাইলে প্রথমে আপনাকে পূর্বাচলের সেক্টর ২ যেতে হবে। মেইন রোড থেকে ৩০০ মিটার ভিতরে। এছাড়াও আপনি বসুন্ধরা আবাসিক এলাকা এসেও যেতে পারবেন। সহজ উপায় হল বিশ্বরোড এসে BRTC Bus এ করে যেতে পারেন। জন প্রতি ভাড়া ৪০ টাকা নিবে। পরিবার নিয়ে ঘুরে আসার মত খুব সুন্দর একটি পার্ক। কিন্তু বিভিন্ন সময় এক্ট্রি রেস্ট্রিকশন থাকতে পারে। সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিশুদের জন্য কিছু খেলনা রাইড রয়েছে, এছাড়াও একটি 3D ভিশন থিয়েটার, বোট রাইড, বড় খোলা মাঠ, খুব সুন্দর এবং সুসজ্জিত প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছ দিয়ে তৈরি একটি বড় ম্যাজ গেম রয়েছে।
এন্ট্রি ফীঃ সাধারনঃ ১০০ টাকা জন প্রতি, ডিফেন্সঃ ২০ টাকা জন প্রতি।