উত্তরকাশি

Show all

উত্তরকাশি

blank

উত্তরকাশি উত্তরকাশি (Uttarkashi) মানে উত্তরের কাশি যা ভারতের উত্তরাখন্ড রাজ্যে অবস্থিত। গঙ্গা নদীর তীরে যার অবস্থান। এটি উত্তরকাশি রাজ্যের জেলা সদর দপ্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১১৫৮ মিটার এবং এটি একটি পবিত্র শহর। উত্তরকাশিতে অনেক আশ্রম ও মন্দির আছে। কাশি (বেনারসের) নামে এই জায়গাটির নামকরণ প্রভাবিত হয়েছে যা বর্তমানে উত্তরাখন্ডের অন্যতম জনপ্রিয় প্রধান শহর। এটি রাজ্যের একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে ধরা হয়। সারাবছর ধরে এখানে প্রচুর পর্যটক ও পূর্ণার্থীরা আসেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা হিমালয় রেঞ্জের এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।মিটার এবং এটি একটি পবিত্র শহর। উত্তরকাশিতে অনেক আশ্রম ও মন্দির আছে। কাশি (বেনারসের) নামে এই জায়গাটির নামকরণ প্রভাবিত হয়েছে যা বর্তমানে উত্তরাখন্ডের অন্যতম জনপ্রিয় প্রধান শহর। এটি রাজ্যের একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে ধরা হয়। সারাবছর ধরে এখানে প্রচুর পর্যটক ও পূর্ণার্থীরা আসেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা হিমালয় রেঞ্জের এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

কাছাকাছি ঘোরার জায়গা এর দূরত্ব
জাঙ্কি চাট্টি ১২২ কিমি
উখিমঠ ১৯৬ কিমি
রুদ্র্রপ্রয়াগ ১৭৩ কিমি
গঙ্গোত্রী ১০১ কিমি
মুসৌরি ১১৮ কিমি
বারকোট ৮২ কিমি
রিষিকেশ ১৭১ কিমি
দেরাদুন ১৬৬ কিমি
হরিদ্বার ১৯১ কিমি
নিউ তেহেরী ১২০ কিমি
শ্রীনগর(উত্তরাখন্ড) ১৫০ কিমি
হরসিল ৭৫ কিমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Phanom Rung Historical Park
October 13, 2020
blank
লোকটাক লেক ,মণিপুর
October 15, 2020