গুরদুম (Gurdum) গ্রামটা সিঙ্গালিলা রেঞ্জের পাশেই যা সান্দাকফু-ফালুট ট্রেকের কারনে বেশ পরিচিত এবং জনপ্রিয়। সান্দাকফু থেকে নামার পথে গুরুদুম হয়ে অনেকে নেমে থাকেন। সান্দাকফু থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শ্রীখোলা যাবার পথে পড়বে এই নয়নাভিরাম গ্রাম। মেঘের মধ্যে ভাসতে ভাসতে মনে হবে যেন স্বপ্নের মধ্যে পৌঁছে গিয়েছেন কোনো অজানা রূপকথার দেশে। যেখানে চারদিকে শুধু পাখির কোলাহল আর সামনে ছড়ানো মোলায়েম সবুজ পাইনের হাতছানি। হঠাৎ চোখে পরে যাবে নাম না জানা ফুলের সাজ, কখনো পাহাড়ি ঝর্ণার গুনগুনের সাথে মিশে যাবে দূর থেকে ভেসে আসা একদল শিশুর হাসি। হেঁটে হেঁটে নদীর ধারে পৌঁছে গেলে পা ছুঁয়ে যাবে সউজিখোলার ঠাণ্ডা, কাঁচের মত স্বচ্ছ জল। এসব কিছু মিলেই গুরদুম। যাবতীয় কোলাহল বাচিয়ে একটু নিশ্বাস নেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় এই এক টুকরো স্বর্গে।
কিভাবে যাবেন
নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দার্জিলিং মোড় চলে যান। সেখান থেকে রিম্বিক এর গাড়ি ধরে গুরদুম পৌছে যাওয়া যাবে।
কোথায় থাকবেন
ইজিফিসোর ব্যাকপ্যাকার্স ক্যাম্প (Izifiso Backapcker’s Camp) এ ক্যাম্পার’স ভ্যানে থাকতে পারেন ১২০০ রুপীতে। গাড়ির মধ্যেই সুন্দর থাকার ব্যাবস্থা। যেন কোনো বিদেশি সিনেমা থেকে উঠে আসা কোন অভিযানের অংশ। চাইলে তাদের তাঁবুতেও থাকতে পারেন ১০০০ রুপীতে। হোমস্টেতে একদিনের ভাড়া জনপ্রতি ১১০০ টাকা। এই খরচ থাকা, খাওয়া এবং ক্যাম্পফায়ার সব মিলিয়ে।
WhatsApp us