অনেকদিন পর্যন্ত জোতলাং বা মোদক মুয়াল বা জোত্লং পর্বতকেই কিছু কিছু লোকজন দেশের সবচেয়ে উচু চুড়া মনে করত। তবে নাসার স্যাটেলাইট ডেটা থেকে দেখা যায়এটা দেশের ২য় চুড়া। কোন কোন স্যাটেলাইট ডেটা অনুসারে রেংত্লাং রেঞ্জের দুমলং ২য় আর জোতলং তৃতীয়। তবে অভিযাত্রীদলগুলো প্রায় সবাই জোতলং কেই ২য় পেয়েছে। তবে জত্লং এর প্রধান বৈশিষ্ট্য এর ১ম, ২য় বা ৩য় অবস্থান না। এর কঠিন আর দুরূহ আরোহন পথটাই একে অন্যান্য চুড়া থেকে সতন্ত্র করেছে। সব অভিযাত্রীরাই এ কথা বিনা দ্বিধায় বলবে আমাদের দেশে জ-ত্লং আরোহনই সবচেয়ে কঠিন।
জ ত্লং এর উচ্চতা ১০১৪ মিটার বা ৩৩২৮ ফুট ( ১৩ এপ্রিল ২০১৪)
জ ত্লং এর অবস্থানের কোর্ডিনেটঃ 21°40’23.78″N & 92°36’16.01″E
কিভাবে যাবেন
বান্দরবান থেকে বাসে বা জীপে থানচি, থানচি থেকে নৌকায় রেমাক্রি বাজার। সেখান থেকে ৩ ঘন্টার পায়ে হাটা পথ দলিয়ান পাড়া। দলিয়ান পাড়া থেকে এক দিনেই মোদক মুয়াল পাহাড়ে উঠে ফিরে আসা যায়।
কোথায় থাকবেন
বান্দরবানের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা আছে। ক্যাম্পিং করার ইচ্ছে থাকলে তাবু নিয়ে যেতে পারেন।
WhatsApp us