সুকেটি নদী এবং বিয়াস নদীর সঙ্গম স্থলেই হিমাচল প্রদেশের মান্ডি শহর। মান্ডি প্রকৃতপক্ষে মন্দির শহর, তাই হিমাচলের “পাহাড়ের কাশি” নামে পরিচিত। মান্ডি নিজে একটি বিশাল জেলা। চন্ডীগড় থেকে ২০০ কিমি এবং সিমলা থেকে ১৫০ কিমি দূরে মান্ডির অবস্থান।
পরাশ্বর লেক
মান্ডির অন্যতম উঁচুস্থানে পরাশ্বর লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ মিটার উঁচু এবং মান্ডি থেকে ৪০ (চল্লিশ) কিমি দূরে গাড়িতে বিভিন্ন পাহাড়ী রাস্তা অতিক্রম করে এই উচ্চতম লেকটিতে পৌঁছানো যায়। প্রাকৃতিক শোভা অপূর্ব এইস্থানে। লেকের পাশেই প্যাগোডা আকৃতির ত্রিস্তরীয় পরাশ্বর ঋষির মন্দির। শীতকালে এই লেক পুরো বরফে ঢেকে যায়। তুষারপাত হয়। পরাশ্বর লেক কিন্তু ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। অনেক ক্যাম্প সাইট, হিমাচল প্রদেশের PWD হোটেল আছে থাকার জন্য।
রিয়ালশ্বর লেক
মান্ডি থেকে ২৫ কিমি দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৫০ মিটার উপরে একটি ছোট্ট জনপদ রিয়ালশ্বর। অনেকটা দার্জিলিং শহরের পাশে মিরিকের মতো। লেক, মনাসট্রি, গুরুদ্বার, মন্দির, মিনি জু নিয়ে হাফবেলা কাটিয়ে দেওয়ার জন্য রিয়ালশ্বর আদর্শ গন্তব্য স্থান। রিয়ালশ্বর লেকে প্রচুর মাছ আছে, বাইরের খাবার দেওয়া নিষিদ্ধ। গুরু পদ্মাসম্ভবা মূর্তি, দুটো বৌদ্ধ মনাসট্রি নিয়ে বৌদ্ধদের জন্য পূর্ণস্থান রিয়ালশ্বর। আবার শিখদের জন্য আছে গুরুদ্বার সাহিব। আর হিন্দুদের জন্য আছে, লোমেশ ঋষির মন্দির, শিব মন্দির, নারায়ন মন্দির। এছাড়া আছে মিনি জু। সব মিলিয়ে রিয়ালশ্বর এক জমজমাট প্যাকেজ। থাকার হোটেলও আছে।
সুন্দরনগর লেক
মান্ডি থেকে ২৪ কিমি দূরে, একটি নতুন টাউনশিপ হলো সুন্দরনগর। এরপাশেই সুন্দরনগর লেক।
পাণ্ডু ড্যাম
মান্ডি থেকে ১৫ কিমি দূরে দুই পাহাড়ের মাঝে বিয়াস নদীর জলকে আটকে তৈরী হয়েছে পাণ্ডু ড্যাম। অসাধারন সুন্দর প্রাকৃতিক শোভা। এখানে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ হয়। এছাড়া মন্দির শহর মান্ডিতে আছে ভূতনাথ মন্দির, ত্রিলোকিনাথ মন্দির, পাঁচভক্তরা মন্দির, অর্ধনারীশ্বর মন্দির, শ্যামকালী মন্দির।
WhatsApp us