কাঁসাই নদীর তীরে অবস্থিত ক্ষীরাই (Khirai) একটি স্বপ্নের গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশন। যেখানে একবার গেলে পরের বার আসার ইচ্ছা হবেই। কয়েক বছর ধরেই ভ্রমণ পিপাসুদের কাছে ক্ষীরাই একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এতো রকম ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ, কখন ২-৪ ঘণ্টা পেরিয়ে যাবে বুঝতে পারবেন না। ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের রঙ-বেরঙের ফুল। ট্রেনে যেতে যেতেই যা দৃষ্টি আকর্ষণ করবে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পিছনের দিকের রাস্তা ধরে সোজা হাঁটতে হবে প্রায় দেড় কিলোমিটার। এখানে কোন পাকা রাস্তা নেই। পাকা রাস্তা তো দুর অস্ত, কোন রাস্তা নেই বললেই ঠিক হবে। রেললাইনের পাশ ধরে লাল কাঁকুড়ে মাটির যে সরু রাস্তা আছে সেই বরাবর সোজা হাঁটা লাগাতে হবে। যেই লাইনের পাশ ধরে হাঁটতে হবে সেখান দিয়ে অহরহ দূরপাল্লার ট্রেন ছুটছে। তাই সাবধানে চলা জরুরী। হাঁটতে হাঁটতে কাঁসাই ব্রীজ পরবে। সেখান থেকে সিঁড়ি দিয়ে নীচে নেমেই ফুলেদের স্বর্গরাজ্য, The land of Flowers.
কিছু জরুরী তথ্য
রেললাইনের পাশের রাস্তা ভালো নয়, খুব সরু। বয়স্ক মানুষেরা একটু সাবধানতা অবলম্বন করবেন গেলে। ক্ষীরাই স্টেশনে বা আশেপাশে কোন দোকান নেই, তাই জল বা কিছু শুকনো খাবার সঙ্গে রাখবেন। ওখানে কোন বাথরুম নেই, একমাত্র ক্ষীরাই বা পাশকুড়া স্টেশন ছাড়া। সৌন্দর্য উপভোগ করতে হলে পায়ে হেঁটে করতে হবে। কোনরকম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। ক্ষীরাইতে গিয়ে ফুল দেখুন। দয়া করে ফুল ছিঁড়বেন না 🙏 মনে রাখবেন, এটা তাঁদের জীবিকা, তাঁদের অন্নসংস্থান।
WhatsApp us