বনগাঁও

blank
ক্ষীরাই
October 15, 2020
blank
রকি আইল্যান্ড
October 15, 2020
Show all

বনগাঁও

blank

বনগাঁও (Bangaon) শহরটি ভারতের ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই শহরটি বাংলাদেশীদের কছে এর ট্রেন স্টেশনের জন্যে খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণও বটে। এখানে মখমলের মত ঘাস জন্মায়, নিবিড় গাছপালায় নির্জনতা ছড়িয়ে থাকে স্টেশনের চারপাশে। শিয়ালদা স্টেশন থেকে ৭৭ কিলোমিটার দূরে পূর্ব রেলের এই প্রান্তিক স্টেশনটি তেমন বড় কোনো রেল স্টেশন না হলেও একটি স্টেশনে যা যা থাকা উচিত এখানে তার সবই আছে। পর্যাপ্ত ছাউনী সহ তিনটি প্ল্যাটফর্ম, বসবার ব্যবস্থা, যথেষ্ট পানীয় জল ও শৌচাগার প্রভৃতি যাত্রী-স্বাচ্ছন্দ্যের সমস্ত উপকরণই এই স্টেশনে আছে। এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থাও এখানে আছে। পাঁচটি টিকিট কাউন্টার, দুটি ফুট ওভারব্রিজের পাশাপাশি যাত্রীদের টিকিট কাটার সুবিধার জন্য এই স্টেশনে রয়েছে ৪টি এ টি ভি এম মেশিন। শিয়ালদা-বনগাঁ, বারাসাত-বনগাঁ, রানাঘাট-বনগাঁ, বনগাঁ-ক্যানিং, বনগাঁ-মাঝেরহাট এবং বনগাঁ-লালগোলা লোকালে এই স্টেশনে আসা যায়। শিয়ালদা থেকে বনগাঁও স্টেশনে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের মত আন্তর্জাতিক মানের ট্রেন এই জংশনের ওপর দিয়েই যাতায়াত করে।

যাওয়ার উপায়
বেনাপোল পোর্ট এর কাজ শেষ করে বর্ডার ক্রস করে ভারতের পাশের পেট্রোপোল থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে অটোতে করে বনগাঁও রেলস্টেশন চলে যেতে পারবেন। অটোতে ভাড়া পড়বে ৩০ রুপি করে। তারপর বনগাঁও রেলস্টেশন থেকে কলকাতার শিয়ালদাহ রেলস্টেশন যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ২০ রুপি করে। তবে মনে রাখবেন, এই ট্রেনে প্রচুর ভীড় হয় এবং লোকাল ট্রেন। তাই যারা সস্তায় বা লো বাজেটে ট্রাভেল করতে চান শুধু তাদের জন্যেই এটা সেরা অপশন। ফ্যামিলি নিয়ে বা যারা একটু রিলাক্সে ভ্রমণ করতে চান তাদের জন্যে এটি সেরা চয়েজ অবশ্যই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *