মৌসুনি আইল্যান্ড

blank
মুর্শিদাবাদ
October 15, 2020
blank
আজমীর শরীফ দরগাহ
October 15, 2020
Show all

মৌসুনি আইল্যান্ড

blank

মৌসুনি আইল্যান্ড একটি নির্জন নিরিবিলি দ্বীপ যা কলকাতা থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। তিনদিকে চেনাই নদী আর একদিকে সাগরের মোহনা। এখানে সমুদ্র কিন্তু শান্ত। জোয়ারের সময় জল আসে এবং ভাঁটায় জল সরে যায় বহু দূরে। মাছ ধরায় প্রধানত প্রধান জীবিকা। যাদের হাতে ছুটি সময় কম, সপ্তাহে একদিন মাত্র অফিস ছুটি কিম্বা মৌসুনি দ্বীপে ক্যাম্পে রাত্রিবাস করতে চান না কিম্বা ডে ট্রিপার যারা তাদের জন্য এক অন্যরকম প্ল্যান সারাদিন (সকাল থেকে বিকেল) মৌসুনি আইল্যান্ড এক্সপ্লোর করার।

মৌসুনি দ্বীপে কোথায় থাকবেন
মৌসুনি দ্বীপ এখন আর একটা তাজপুর বা মন্দারমনি হয়ে উঠেছে। বিখ্যাত হয়ে ওঠার সাথে সাথে প্রতিদিনই নতুন নতুন ক্যাম্প গড়ে উঠছে। প্রাকৃতিক কারণে এখানে হোটেল করার অনুমতি নেই, তাই ক্যাম্প গুলোতে থাকার ব্যবস্থা বলতে তাঁবু, মাড হাউস, আর ছোট ছোট কটেজ। থাকা খাওয়া সমেত একদিনের তাঁবুর খরচ ১২০০/-, কটেজ আর মাড হাউসের খরচ ১৪০০/-। বর্তমানে প্রায় গোটা কুড়িটা ক্যাম্প সমুদ্র সৈকতে এক কিমির মধ্যে পাশাপাশি গড়ে উঠেছে। আরো অনেক ক্যাম্প গড়ে তোলার কাজ চলছে। বেশীর ভাগ ক্যাম্প গুলোর মালিক কলকাতা বেস বলে আগে থেকে প্রিবুকিং করে যেতে হয়। ১০০০/- থেকে -১৪০০/- টাকা/প্রতিদিন/প্রতিদিন হিসেবে খরচ পড়ে। ক্যাম্পগুলোর দেখভাল গ্রামের লোকাল লোকজনই করে। তারাই কেয়ারটেকার কাম ম্যানেজার। বর্তমানে তারা (গ্রামের লোকাল লোকেরা) নিজেরাই ক্যাম্প গড়ে তুলছে। মৌসুনিতে বর্তমানে এতোই ক্যাম্প গড়ে উঠেছে গিয়েও গ্রামের লোকেদের বললে ক্যাম্প পাওয়া যায়। আবার প্রিবুকিং করেও যেতে পারেন। মৌসুনি আইল্যান্ড বলে গুগুল বা ফেসবুক সার্চ করলেই জনপ্রিয় ক্যাম্পের হদিস পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *