রকি আইল্যান্ড (Rocky Island), সামসিং থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মুর্তি নদীর তীরে অবস্থিত একটি দর্শনীয় স্থান। রকি আইল্যান্ড শব্দটার মানে দাড়ায় পাথুরে দ্বীপ আর দ্বীপতো প্রধানত সমুদ্রেই হয়। আদতে রকি আইল্যান্ড হচ্ছে একটি পাহাড়ী ও বাহারি ছোট্ট গ্রাম। মূর্তি নদী পাহাড় থেকে আছড়ে পড়েছে যেখানে ঠিক তার পারে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রাম। এখানে থাকার জন্য দু তিনটে হোমস্টে আছে। বড় বড় পাথর গুলোতে আছাড় খেতে খেতে মূর্তি নদীর ভয়ংকর দুরন্তপনা দেখা। ব্রিজ এর উপর দাড়িয়ে ছবি নিতে নিতে হয়তো কিছুটা ভিজতেও পারে শরীরটা মূর্তির অন্তহীনা জলের কনায়। কোনো এক সময় কুয়াশায় ঢেকে যাবে যাওয়ার ও আসার রাস্তাটা। পাথরে আঘাত পেয়ে মূর্তির তীব্র আর্তনাদ, আর ছুটে চলার খিল খিল হাসি। এখানে এলে এই জায়গাটা পর্যটকদের ছাড়তেই চায় না। যে মানুষ একবার ভরা বর্ষায় রকি আইল্যান্ড এর রূপ দেখেছে সে যুগ যুগ ধরে রকির কাছে আসবে।
কোথায় থাকবেন
কাছাকাছি থাকার বিকল্পগুলি হলো Rocky Island Adventure Camp (9434012590), Priyanka HomeStay (8670715689) এবং আরো কয়েকটি হোমস্টে আছে। থাকা খাওয়া জন প্রতি দিন প্রতি নয়শো থেকে বারোশো।
WhatsApp us