How Can You Start for Japan
স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে যাওয়া, পড়াশুনার পাশাপাশি কাজ করতে এবং স্থায়ীভাবে জাপানে বসতি স্থাপনের জন্য জাপান যেতে ইচ্ছুক বাংলাদেশীদের সহায়তার জন্য SIC কাজ করে যাচ্ছে। যারা স্টুডেন্ট ভিসাতে জাপান যেতে চান তাদের নিন্ম লিখিত যোগ্যতা থাকতে হবেঃ
১. জাপানে স্থায়ী বসবাসের ইচ্ছা থাকতে হবে।
২. Educational Qualification HSC বা তার সমমান আলীম/Diploma/Honors/Masters Complete or Running.
৩. বয়স ১৮ হতে হবে। উপরে বয়সের কোন সীমা নেই।
৪.ন্যূনতম ৪ মাস জাপানি Language শিখতে হবে। N5 Level শেষ করতে হবে।
৫. N5 শেষ করার পর জাপানি শিক্ষা প্রতিষ্ঠানে N4 এর জন্য ভর্তি ব্যবস্থা করা হবে।
৬. Online অথবা Spot interview মাধ্যমে ভর্তি ব্যবস্থা করা হবে।
৭. JLPT/NAT TEST/JLCT পরীক্ষার N5 level pass করতে হবে।
৮. প্রার্থীর মা-বাবা, ভাইবোন বা নিকট আত্মীয় কাউকে sponsor হতে হবে। মা-বাবা sponsor হলে সবচেয়ে ভাল হয়। অন্য কেউ হলে Chance অনেক কম।
৯. Sponsor এর Account এ কমপক্ষে ৩ বছর নিয়মিত লেনদেন থাকতে হবে। প্রতি মাসে নিয়মিত লেনদেন না থাকলে হবে না।
১০. Bank Statement উত্তোলন এর সময় ১২-১৫ লাখ টাকা Deposit দেখাতে হবে Sponsor এর Account এ। এই টাকা ভিসা না হওয়া পর্যন্ত না তুললেই ভাল।
১১.জাপানে ৪ সেশনে student ভর্তি করা হয়।
1st Season April | 2 Years |
2nd Season July | 1 year 9 month |
3rd Season October | 1 year 6 month |
4th Season October | 1 year 3 month |