Bali Indonesia Visa Requirement 2023

blank
Ko Samui to Ko Phi Phi
July 30, 2022
Dhaka to Kolkata Cheapest Air Ticket
August 24, 2022
Show all

Bali Indonesia Visa Requirement 2023

blank

২০২৩ সাল থেকে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা আবেদন বিস্তারিত

এক সময় ইন্দোনেশিয়া যাওয়ার মজার কারন ছিল যে বাংলাদেশিদের যাওয়ার পূর্বে ভিসা নেয়া লাগে নাই। অন-এরাইভাল ভিসা ছিল। বালি এয়ারপোর্টে পৌঁছায়ে আপনি ভিসা নিতে পারতেন বিনা পয়সায়! যাওয়ার পূর্বে হোটেল বুকিং আর যাওয়া আসার ফ্লাইটের টিকিটের ফটোকপি দেখিয়ে বালির ইমিগ্রেশনে ভিসা নিয়ে নিতে পারত ৩০ দিনের জন্য। সেই সুদিন আর নেই !! ২০২৩ থেকে সকল বাংলাদেশিকে বালি যাওয়ার আগে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে এবং ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য !! নিচে বিস্তারিত পড়ুনঃ


বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন


E-Visa System:

Step 1 : ডিরেক্টরেট জেনারেল অফ ইমিগ্রেশন অফিসার ওয়েবসাইটে ডেটা পূরণ করুন (www.imigrasi.go.id) অথবা সরাসরি এই লিঙ্কে Online Visa Approval.

Step 2 : ইমিগ্রেশন অফিসার আপনার প্রয়োজনীয়তার সম্পূর্ণতা পরীক্ষা করবেন।

Step 3 : আপনার প্রয়োজনীয় নথিগুলি সম্পূর্ণ ঘোষণা করার পরেই পেমেন্ট কোড পাবেন৷ আপনাকে আইন অনুযায়ী অভিবাসন ফি দিতে হবে।

Step 4 : ইমিগ্রেশন অফিসার একটি প্রোফাইল তৈরি করবেন এবং আপনার ডেটা যাচাই করবেন।

Step 5 : এরপর আপনি ভিসা অনুদান অনুমোদন পাবেন অথবা পাবেন না।

Step 6 : অনুমোদন পেলে আপনার ভিসা জারি করা হবে।


Stamp Visa System:

Step 1 : সরাসরি এই লিঙ্কে Application Form ডাউনলোড করে ফর্ম পুরন করে নিন।

Step 2 : HEALTH PROTOCOL STATEMENT LETTER ডাউনলোড করে ফর্ম পুরন করে নিন।

Step 3 : consular@in​​donesia-bd.org এই ইমেইল এড্রেসে মেইল করে এপয়েন্টমেন্ট চাইতে হবে।

Step 4 : এপয়েন্টমেন্ট ডেটে ঢাকার ইন্দোনেশিয়া এম্বাসি গিয়ে পেমেন্ট করে সকল ডকুমেন্ট জমা করে আসতে হবে। Sunday to Thursday from 10.00 – 13.30.00 এর মধ্যে জমা করতে হবে।

Step 5 : ৪-৫ কর্মদিবস লাগবে সম্পন্ন হতে।

Address of Embassy of Indonesia: Road no. 53 Plot no. 14 Gulshan, Dhaka – 1212


বাংলাদেশী নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য যা প্রয়োজন


টুরিস্ট ভিসার জন্য যেসব ডকুমেন্ট লাগবেঃ

পাসপোর্ট: ৬০ দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য পাসপোর্ট ৬ মাস মেয়াদ থাকতে হবে। ফ্রেশ পাসপোর্টে ভিসা হবার চান্স অনেক কম।
ফটো: ২ কপি কালার ফটো, size of 4 cm x 6 cm
ভ্যাক্সিন ডকুমেন্ট: COVID-19 vaccination সার্টিফিকেট
এয়ার টিকিট ও হোটেল বুকিং: রিটার্ন টিকিটের কপি এবং হোটেল বুকিং এর কপি
সলভেন্সি প্রমাণ: USD 2000 (২ লাখ টাকা+) সমপরিমান টাকা ব্যংক ব্যলেন্স স্টেটমেন্ট

এগুলো ছাড়াও আপনার Application Form HEALTH PROTOCOL STATEMENT LETTER এবং পেমেন্ট স্লিপ জমা করতে হবে।


Visa Fee and Processing Time:

Single Entry Visa for Tourist (valid for 60 days): 1,500,000 IDR (BDT 11,000 approx) per person

Processing Time: Minimum 4 working days

অনলাইনে আবেদন করার গাইডঃ Click Here


Visa regulations for Indonesia have changed due to the pandemic several times.

Status Quo: 1.) Nationals form the ASEAN countries can enter without a visa, while 2.) More than 70 countries can get a Visa on Arrival, and 3.) the rest need to apply for a B211A Visit Visa BEFORE arriving in Indonesia (valid 60 days).

For the latest updates on Covid Travel Requirements please click here.

পরিশেষে বুঝতে পারছেন যে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়া কেন কঠিন হয়ে গিয়েছে? কারনঃ
১) ভিসা ফি আগে যেখানে লাগতই না এখন ১১,০০০ টাকা পার পারসন !
২) ভিসার আগেই রিটার্ন টিকিট কাটতে হবে। যদি ভিসা না হয় তাহলে তো রিটার্ন টিকিট রিফান্ড করতে গেলেও লস খাবেন!
৩) ব্যংক স্টেটমেন্ট ২ লাখ টাকার উপর রাখতে হবে আর এই টাকা ৩ মাস ফেলে রাখতে হবে!
এখন চিন্তা করে দেখেন ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন কিনা। আর যদি ভিসা নয়া হয় তাহলে কত টাকার বাঁশ খাবেন সেটাও ভাবুন। তাই রেগুলার ফরেন টুরিস্ট না হলে এখন বালির ব্যপারে আগ্রহ দেখানোই উত্তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *