মুর্শিদাবাদ

blank
রকি আইল্যান্ড
October 15, 2020
blank
মৌসুনি আইল্যান্ড
October 15, 2020
Show all

মুর্শিদাবাদ

blank

মুর্শিদাবাদ (Murshidabad) যার আরেক নাম The Land of Nawabs. অতীতের মুকসুদাবাদই আজকের মুর্শিদাবাদ। সপ্তাহান্তে দুটো দিন কাটানোর জন্য ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ বেশ ভালো। নবাবী আমলের বাংলার রাজধানী মুর্শিদাবাদ এক চরম বিশ্বাসঘাতকতার সাক্ষী। টোটো কিংবা অটোতে চেপে চলে আসুন হাজারদুয়ারি প্রাসাদে। ত্রিতলবিশিস্ট এই প্রাসাদে ৯০০ টি আসল ও ১০০ টি নকল দিয়ে মোট হাজার দরজা থাকায় এর নাম হাজারদুয়ারি। বর্তমানে এটি মিউজিয়াম। এক-এক করে দেখে নিন ৩০০ ফুট চওড়া ইমামবাড়া, মদিনা মসজিদ,নবাব ওয়াসিফ আলি মির্জার নিউ প্যালেস, বাচ্চাওয়ালি তোপ এবং ঘড়িঘর। হাজারদুয়ারি দেখে চলে যান চক মসজিদ। তারপর একে একে দেখে নিন চাঁদনি বাজার, জাহানকোষা কামান, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, কাটরা মসজিদ, মতিঝিল আর ফুটি মসজিদ। এ ছাড়াও রয়েছে মীরজাফরের সমাধি, ভাগীরথীর তীরের কাছের ঘন্টাঘর। নদীর ওপারের খোশবাগে দেখে নিন সিরাজের সমাধিস্থল। আলাদা গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন পলাশির ঐতিহাসিক প্রান্তর। সন্ধেয় ভাগীরথীর বুকের নৌবিহার করতে ভুলবেন না।

কিভাবে যাবেন
যারা কলকাতায় থাকেন তারা কলকাতা স্টেশন থেকে সকাল ৬.৫০ এর সময় আপ – হাজারদুয়ারি এক্সপ্রেস (13113) এ চড়ে মাত্র ৩.৩০ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ। যদিও শিয়ালদহের পরবর্তীতে এই ট্রেন এর স্টপেজে ব্যারাকপুর তার পরে রানাঘাট। দ্বিতীয় ক্লাস এর সিটিং রিসারভেশন এর ভাড়া মাত্র ৯০ টাকা। এছাড়াও অনেক জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে সিট পেতে অসুবিধা হয় না। এছাড়া যারা উত্তর ২৪ পরগনা বা নদীয়া থাকেন তাদের জন্য রানাঘাট স্টেশন থেকে একটা মুর্শিদাবাদ স্প্যেশাল ট্রেন রয়েছে সকাল ৯.২০ মিনিটে – রানাঘাট – লালগোলা EMU (31773) – ফাঁকা থেকে ট্রেনটি সিট পেতে অসুবিধা হয় না – ভাড়া মাত্র ৩৫ টাকা। এই ট্রেন টি বনগাঁ থেকে রানাঘাট আসে স্পেসাল ট্রেন হিসাবে এবং তাঁর পর এই ট্রেনটি রানাঘাট – লালগোলা EMU হিসাবে চলতে শুরু করে ১১.৫০ নাগাদ পৌঁছে দেয় নবাবদের শহর মুর্শিদাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *